মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
26 Nov 2024 04:33 am
বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১২৬৬) নির্বাচন জেলা প্রশাসনের অধীনে করার দাবিতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে সাধারণ সদস্যদের উদ্যোগে শহরের স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিগত নির্বাচনে সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক (ভিহিকেল),সহ-সভাপতি প্রার্থী সোহলায়মান আলী,রফিক হাজী,ওমর আলী,শফি কামাল,নানা ভাই,যুগ্ম সম্পাদক প্রার্থী সারোয়ার হোসেন সারো, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী রাশেদ সরদার,সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী কাজল, ধর্মীয় সম্পাদক প্রার্থী শহীদুল ইসলাম স্বপন,দপ্তর সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম ফকিরা, সদস্য প্রার্থী জেমস, মজনু, সাজু, রিপন,শাজাহান,আঞ্জু,আব্দুর রহমান, রাজ্জাক,সিদ্দিক, ইনছানসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান কমিটির অনিয়ম-দুর্নীতি পূর্বের ন্যায় পাতানো নির্বাচন প্রতিরোধের প্রতিকার চেয়ে গত ১৩ নভেম্বর নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, শ্রম সচিব, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর,আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়া জেলা প্রশাসক, বগুড়া পুলিশ সুপার বরাবরে আবেদন করা হয়।আবারো তারা পাতানো নির্বাচনের লক্ষ্যে সাধারণ সভার আয়োজনের অপতৎপরতা চালাচ্ছে।
গঠনতন্ত্রে ২০ ধারায় প্রতিবছর সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের বিধান থাকলেও,তা না করে তারা তিন বছরের অডিট হিসাব একটি সাধায় সভায় উপস্থাপন করেন।এছাড়া গত ১৩ নভেম্বর প্রশাসনের বিভিন্ন স্তরে আমাদের আবেদনে উল্লেখিত পাঁচ দফা দাবির আলোকে বগুড়া জেলা প্রশাসক মহোদয় কে রিসিভার নিয়োগ করে, কোটার তালিকা যাচাই-বাছাই পূর্বক হালনাগাদ করন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, আয়-ব্যয়ের হিসাব, রি-অডিটের মাধ্যমে পর্যালোচনা করে অতঃপর নির্বাচন অনুষ্ঠানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।